সম্রাট আরমান, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলার খানসামা উপ জেলার বিভিন্ন গ্রাম গুলোতে আজ বৃহস্পতিবার (২৪ শে অক্টোবর) সকাল ১০ঃ০০ টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক ধানক্ষেতের ধানগুলো বাতাস এবং বৃষ্টির কারণে হেলে গেছে মাটিতে।এতে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে।ঘূর্ণিঝড় (দানার)প্রভাবে সৃষ্টি ঝড় ও বাতাস গতকাল সন্ধ্যায় খানসামা উপজেলায় আঘাত হানে।
হঠাৎ সন্ধ্যার পর ৬:২০ খানসামা উপজেলায় বৃষ্টি ও বাতাস হতে শুরু হয় তাতে দেখা যায় কৃষকদের ধান ক্ষেত, সহ শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়।অনেক জায়গায় দেখতে পাওয়া যায় কারো পাকা ধান হেলে গেছে মাটিতে ফলে অনেক ধান মাটিতে ঝড়ে গেছে। আবার কারো কাচা ধান মাটিতে হেলে গেছে ফলে পাতান হওয়ার সম্ভাবনা বেশি হবে ওই ধান গুলো তে।খানসামা উপজেলার গোয়ালডিহ ইউনিয়নের পশ্চিম হাশিমপুর গ্রামের কৃষক মাহাফুজ হিমেল বলেন, আর ১৫-২০ দিন পরেই ধান কাটা যেত এখন ধানে অনেক পাতান হবে। ফলে আমরা যে ফসল পেতাম সে ফসল আর পাবো না।
আমাদের ধান উৎপাদন অনেক কমে যাবে। আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের নুরুজ্জামান নুরু বলেন, কাঁচা ধান মাটিতে হেলে যাওয়াতে অনেক প্রকার পোকা মাকড় এর আক্রমণ হবে ধান ক্ষেতে। এতে এখন আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।চেতনা শাহ পাড়ার কৃষক জিসান শাহ বলেন, আমার জমির অনেক পাকা পাকা ধান মাটিতে হেলে গেছে এতে আমার অনেক ধান ঝরে গেছে যার ফলে আমার প্রচুর ক্ষতি হয়েছে।