সেলিম চৌধুরী , রংপুর :
রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের উদ্যোগে, আসন্ন শুভ বড়দিন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ, সোমবার, সকাল ১১:০০ টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভাটি রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের ‘ফিস কক্ষে’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭২ পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম এবং রংপুর আর্মি ক্যাম্পের সিও।
সভায় বড়দিন উপলক্ষে, আইন শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ব্যাপ্টিষ্ট চার্চের সদস্যবৃন্দ।
সভার শেষে প্রধান অতিথি সকলকে শুভ বড়দিনের আগাম শুভেচ্ছা জানান এবং সকলের সহযোগিতায় বড়দিনের উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।