রংপুরে পূর্ব শত্রুতার জেরে খালাতো বোনের রডের আঘাতে গুরুতর আহত ভাই র,মে,কে ভর্তি

সেলিম চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধি :

ঘটনাটি ঘটে রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ড  ঘাঘটপাড়া এলাকায়। স্থানীয় ও সরেজমিন সূত্রে জানা যায় । গত ২৩ শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার  দুপুর ১ টার দিকে তাজহাট থানাধীন পূর্বঘাঘট পাড়া এলাকায় পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে রাকিবুর রহমান (২৫) মিস্ত্রিসহ কাজ করার সময় অত্রএলাকার মৃত মমদেল হোসেনের মেয়ে রাকিবুর রহমানের খালাতো বোন মৌসুমি ইয়াসমিন মনি(৩৮) এসে মিস্ত্রিদের কাজে বাধা দেয়। এ সময় রাকিবুর রহমান তাকে জিজ্ঞাসা করিলে সে রাকিবুর কে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। একপর্যায়ে রাকিবুর কে পাশে থাকা কাজ করার রড দিয়ে মাথায় আঘাত করে। ঐ সময় মাঠিতে পরে যায় রাকিবুর।
পরবর্তীতে তাকে এলাকার অটোযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান।  বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৬ নং ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় আছেন রাকিবুর। এ বিষয়ে রাকিবুর রহমান এর মা,রানু বেগম এর সাথে কথা হোলে তিনি সাংবাদিক দের বলেন দীর্ঘদিন ধরে 
আমাকে ও আমার ছেলেকে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে আসছে  মৌসুমি ইয়াসমিন মনি। ঘটনার দিন দুপুরে আমার ছেলে রাকিবুর রহমান কে জানে মেরে ফেলার উদ্দেশ্যে লোহার রড দ্বারা মাথায় আঘাত করে। তাকে গুরুতর অবস্থায় অটোরিকশা  যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে আমার ছেলে রাকিবুর রহমান অত্র হাসাপাতালের সার্জারি বিভাগের ৬ নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি আরও বলেন মৌসুমি ইয়াসমিন মনি যেকোন সময় আমার ও আমার পরিবারে বড় ধরনের ক্ষতি করতে পারে। উক্ত ঘটানার সময় উপস্থিত সাক্ষী ১ রবিউল ইসলাম (৪০), পিতা-মজিবর রহমান মোল্লা, ২। মোঃ বারিক (৪০), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-পূবঘাঘট পাড়া, উভয় থানা-তাজহাট, মহানগর রংপুর। এ ঘটনায় তাজহাট থানা আরপিএমপি রংপুরে রানু বেগম বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্ত মৌসুমি ইয়াসমিন মনি বাড়িতে গেলে দেখা পাওয়া যায় নি বাড়িতে তালা দেওয়া তবে তার স্বামী মোঃ সোহেল এর মুঠোফোন ০১৯৬২৪০৬০১১ এই নাম্বারে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ্ আলম এর সাথে মুঠোফোনে কথা হোলে তিনি এই প্রতিবেদক কে বলেন অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *