খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:
সংঘাত কখনো শান্তি বয়ে আনতে পারে না,সন্তু লারমা ও সশস্ত্র সংগঠনগুলো যে লক্ষ্যে কাজ করছে, এতে করে পাহাড়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি,হবেও না। বিগত ৫৫বছরেও সন্তু লারমা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নি,পারবেও না। সকল সংঘাত ও বিভাজন ভুলে এই পাহাড়ে পাহাড়ি-বাঙ্গালি সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে হবে । পাহাড়ি-বাঙ্গালি সবাইকে শান্তি,সম্প্রীতি,আস্থা-বিশ্বাস ও বন্ধুত্বের মাধ্যমে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। বৃহস্পতিবার(১৪নভেম্বর) বিকালে খাগড়াছড়ির গুইমারায় সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এ সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ।
এদিন দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এসময় দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।
এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি-প্রবীণ চন্দ্ৰ চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,যুগ্ম-সম্পাদক এড: মালেক মিন্টু,মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক-জাহিদুল ইসলাম জাহিদ সহ অন্যান্যরা।