যশোরের শার্শার বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা যশোর প্রতিনিধি :

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য নিয়ে আসা দিনেশ চান যাদব (৫২) নামের এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে অসুস্থ হয়ে সীমান্তের শুন্যরেখায় তিনি মারা যান।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দিনেশ চান যাদব ভারতের আহমেদ নগর (উত্তর প্রদেশ) এর ভাসমাম কমিশিরপুর জালালপুর এলাকার বাসিন্দা। তিনি আমদানি করা তুলার চালান নিয়ে বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আসেন। পরে ট্রাক নিয়ে বন্দরের ২৫ নম্বর টিটিআই এসিড মাঠে অবস্থান করেন।

যমে পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানাই-তাকে দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য। এসময় তাকে নিয়ে আমরা বেনাপোল পেট্রাপোল শুন্যরেখায় অবস্থান করি। কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ সময়মত সাড়া না দেওয়ার শুন্যরেখায় তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, ভারতীয় ট্রাক চালকের মরদেহ বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ভারতে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *