সেলিম চৌধুরী, রংপুর জেলা প্রতিনিধি :
চারিদিক জুড়ে ফুটে আছে সাদা কাশফুল। যেন প্রকৃতির মাঝে একখণ্ড সাদা মেঘের ভেলা। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে ছুটে আসছেন রংপুর জেলার বিভিন্ন উপজেলার লোকজন মহিপুরের তিস্তা নদীর ব্রিজের পাসে। যা নদীর দুই ধারসহ আনাচে-কানাচে কাশফুলের মন মাতানো দোলখেলা দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বিভিন্ন বয়স ও নানা পেশার মানুষের পদচারণায় মুখরিত এখন এই নদীর তীর।
গঙ্গা চড়া উপজেলায় গজঘন্টা থেকে ঘুরতে আসা একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী আল আমিন বলেন, কাশফুলের শুভ্রতার ছোঁয়া আর প্রশান্তি পেতে বন্ধুদের নিয়ে এখানে এসেছি পিকনিক খেতে।
দর্শনার্থী মোছা: শাহানাজ পারভীন জানান, আমার বিভিন্ন জায়গা দেখতে বেশ ভালো লাগে। ক্লান্তি কাটাতে এসব জায়গায় ঘুরতে বেশ প্রশান্তি পাওয়া যায়। এটি বিনোদন স্পট হিসেবেও কাজ করছে। বান্ধবীদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছি, মোবাইলে ছবি তুলছি।
স্থানীয় এলাকার বাসিন্দা রাসেদ,নিবির,রবিন জানান, প্রতিবছর কাশফুল ফুটলেও এ বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। কাশফুলের সৌন্দর্যে মুদ্ধ হয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন মানুষেরা। ছুটির দিন ও বিশেষ করে বিকেল বেলা এই জায়গায় মানুষের উপচে পড়া ভিড় বেশ লক্ষ্যনীয়।