সেলিম চৌধুরী, জেলা প্রতিনিধি, রংপুর:
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে জুলাই-আগস্ট বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুরের ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের একটি প্রতিনিধি দল। কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের রংপুরস্থ ভাড়া বাসার গেস্ট হাউস পরিদর্শন করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসি প্রতিনিধি দলের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই-আগস্ট বিপ্লবে ক্ষতিগ্রস্থ স্থাপনার স্থিরচিত্র প্রদর্শন করা হয় এবং ক্ষতিগ্রস্থ স্থাপনাসহ অন্যান্য ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন ও সংস্কারের লক্ষ্যে বাজেট উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর হতে সমসাময়িক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় উন্নয়ন বাজেটসহ সকল বিষয়ে বৈষম্যের শিকার হয়ে আসছে বলে উপাচার্য তাঁর বক্তৃতায় উল্লেখ করেন।
শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যেই বীরের জন্য আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। সেই বীরের বিশ্ববিদ্যালয় এটি। সুতরাং শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে আর কোনো বৈষম্য থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রমানিক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ওসমান গণি তালুকদার, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক, প্রশাসন বিভাগের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) মোঃ নাজমুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান মোঃ আলী হাসান, নির্বাহী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার ও মোঃ শাহরিয়ার আকিফ প্রমুখ।