রংপুর কারমাইকেল নাট্য-সাহিত্য সংসদ (কানাসাস)-এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেলিম চৌধুরী, রংপুর :

গতকাল শনিবার (২৩ নভেম্বর) রংপুর কারমাইকেল কলেজের বাংলা মঞ্চে কারমাইকেল নাট্য-সাহিত্য সংসদ (কানাসাস)-এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, নতুন পর্ষদ গঠন ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সকাল ১১ টায় শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি কানাসাস কার্যালয় থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে শেষ হয়। এর পর শুরু হয় আলোচনা সভা। কানাসাস সভাপতি শামিম আলামিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দিলীপ কুমার রায়, বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক জনাব মোঃ শাহ আলম, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ওয়াহেদুজ্জামান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক  জনাব মোঃ অভিলাষময় ঈশোর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব এম এ রউফ খান প্রমূখ। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির (রংপুর আঞ্চলিক কমিটি) সাধারণ সম্পাদক জনাব মনিরুল হক প্রধান, 

বাংলার চোখ-এর চেয়ারম্যান হাজী মোঃ তানভীর হোসেন আশরাফি, রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক জনাব রাজ্জাক মুরাদ এবং নাট্য ফোরাম, রংপুর-এর আহবায়ক জনাব চৌধুরী মাহমুদুন্নবী ডলারসহ কানাসাস-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্যবৃন্দ।

অতিথিরা তাদের বক্তব্যে কানাসাস-এর কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, কানাসাস কারমাইকেল কলেজের একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠার পর সংগঠনটি নাট্য ও সাহিত্যে নানা অবদান রেখেছে। এখানকার সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে তাদের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এজন্য কানাসাসের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তারা। পরে সংগঠনটির পরিচালনা পর্ষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। 

বিকেল ৪ টায় শুরু হয় কানাসাস- এর পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে গানে মেতে উঠতে দেখা যায় কানাসাস সদস্যদের। জানা যায়, অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সবমিলিয়ে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানে আসা একাধিক শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *