সেলিম চৌধুরী, রংপুর :
আজ ২৫ ডিসেম্বর ২০২৪ ইং, বুধবার, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ ও রংপুর সদর ব্যাপ্টিস্ট চার্চের যৌথ উদ্যোগে বড়দিন উদযাপন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই উৎসবটি ছিল এক আনন্দঘন ও হৃদয়স্পর্শী আয়োজন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বড়দিনের কেক কাটা, যা দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার: সখরীয় বৈরাগী, ব্রিগেডিয়ার জেনারেল: জনাব, মোঃ হুমায়ুন কাইয়ুম, জেলা প্রশাসক: জনাব, মোহাম্মদ মোবাশ্বের হোসেন, পুলিশ কমিশনার(ডিআইজি) : জনাব, মোঃ মজিদ আলী (বিপিএম), মেজর: জনাব, মোঃ রেফায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) : জনাব, মোহাম্মদ শিবলী কায়সার, ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বড়দিনের গুরুত্ব এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এছাড়া, প্রীতিভোজে অংশ নেওয়া সবার জন্যই ছিল এক বিশেষ অভিজ্ঞতা, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধন স্পষ্ট হয়ে ওঠে।
অনুষ্ঠানটি ছিল আড়ম্বরপূর্ণ ও অত্যন্ত সুশৃঙ্খল। উপস্থিত সবার অংশগ্রহণে এটি একটি স্মরণীয় উৎসবে পরিণত হয়।