সমরাট আরমান, দিনাজপুর প্রতিনিধি: মিষ্টির দোকান, শাকসবজি,ডিম, তরকারি,ফল,মুদি দোকান সহ সব ক্ষেত্রেই দিন দিন বাড়ছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। কোনভাবেই বন্ধ করা যাচ্ছে না পলিথিনের ব্যবহার। আবার বিভিন্ন বাজারে প্রকাশ্য বিক্রি হচ্ছে পলিথিন। আইন সংস্থার তদারকি না থাকায় এসব ব্যাগ বিক্রি ও ব্যবহার দুটোই বেড়ে গেছে।এসব পলিথিন ব্যবহার শেষে যখন মাটিতে ফেলে দেওয়া হয় তখন মাটিতে পড়ে থাকলে মাটির ক্ষতি হচ্ছে। পরিবেশ ভালো রাখার স্বার্থে ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে দেয় সরকার। এছাড়া পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিনের তৈরি সব ধরনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, প্রদর্শন মজুদ ও বিতরণ নিষিদ্ধ। পলিথিন ব্যবহারের ফলে জেল জরিমানার বিধান রয়েছে। অথচ এই আইন লঙ্ঘন করেই প্রশাসনের নাকের ডগায় বাজারগুলোতে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ।
খানসামা উপজেলার টঙ্গুয়া বাজারের মুদি দোকানদার ডালিম ইসলাম বলেন, বাজারে ক্রেতারা যখন বাজার করতে আসে অনেকেই ব্যাগ নিয়ে আসে না তখন অনেকেই পলিথিন ব্যবহার করে। তিনি আরো বলেন, পলিথিন এর বিকল্প কি আছে আমাদের দেওয়াই হোক আমরা ক্রেতা সাধারণের কাছে বিক্রি করব ।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ তাজউদ্দিন বলেন, পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ রোধে আমাদের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত আছে খুব শীঘ্রই হাট বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হবে।