ইসলামপুর(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরে ইসলামপুর উপজেলার নির্বাচিত সকল স্থানীয় সরকারের প্রতিনিধি ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন পরিষদের সদস্যরা।
রবিবার (২০অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় চিনাডুলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়জুর রহমান ফারুক,পাথর্শী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির হাসান লিখন,ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন ।
এসময় ইউপি সদস্যরা বলেন, ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেনি। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, জনগণকে সেবা দেওয়ার জন্য। পরিষদ ভেঙে দিলে ও সদস্যদের অপসারণ করলে, সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে।
উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।