ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক মেলান্দহ শাহজাদপুর খানবাড়ী মোড়ে সড়ক দূর্ঘটনায় নিহত কোরবান আলীর মৃত্যুতে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বাদ মাগরিব ইসলামপুর প্রেসক্লাব হলরুমে ৩ দিনের শোক কর্মসূচী শেষে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে নিহত সাংবাদিক কোরবান আলীর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ফিরোজ খান লোহানী, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও নিউজ ২৪ চ্যানেল এর জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু , কোরবান আলীর বড় ভাই কুদ্দুস মেম্বার ও ছেলে লাবন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এ. এল. এম. রেজুয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবে সভাপতি অলি আহমেদ, আশরাফুল উলুম মাদরাসার মোহতামিম,স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শোক সভা শেষে নিহত সাংবাদিক কোরবান আলীসহ ইসলামপুর প্রেসক্লাবের যে সকল সাংবাদিক মৃত্যু বরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।
জানাযায়, গত (১৬ অক্টোবর) ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক মেলান্দহ শাহজাদপুর খানবাড়ী মোড়ে মোটর সাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে আসা জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কোরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।