টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক -২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজার টেকনাফে লবণ বোঝাই ট্রাকে পাচারকালে ৩২ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে  পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৫ টায় টেকনাফ সাবরাং ডেইল্যা বিল এলাকায় শাহপরীরদ্বীপ টু টেকনাফগামী লবণভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন। 

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের ডবলমুরিং এলাকার বাসিন্দা দিলদার মিয়া (৪৫), চট্টগ্রাম মৌলভীহাট এলাকার 

বাসিন্দা তৌহিদুল ইসলাম (২৩)।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন  জানান, গোপন সংবাদে খবর আসে লবণ বোঝাই ট্রাকে ইয়াবা পাচার করছে মাদক কারবারিরা। এমন খবরে সাবরাং এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় শাহপরীরদ্বীপ থেকে টেকনাফগামী একটি লবণ বোঝাই ট্রাক তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারের দ্বায়ে গাড়ি চালক ও হেলপারকে আটক এবং পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো সাবরাং ডেইল্যা বিল এলাকার হোসেন আহমদ এর নির্দেশে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। দীর্ঘদিন যাবত লবণ ভর্তি ট্রাকে করে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তাদের ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে লবণ বোঝাই ট্রাকে ইয়াবার চালান নিয়ে টেকনাফ হতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তাদের দেয়া তথ্যে বস্তার ভেতর থেকে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এদিকে, এ ঘটনায়  টেকনাফ মডেল থানায় মাদকের মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন। পাশাপাশি পলাতক সহযোগীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *