আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ অক্টােবর) সকালে ইসলামপুর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে ইসলামপুর সরকারি জেজেকেএম গালর্স হাইস্কুল এন্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রনালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর কাজী মো: আবু কাইয়ুম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিদর্শক শেখ নুরুন্নাহার, অডিট অফিসার মতিয়র রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. এ.এম. আবু তাহের, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফু জ্জামান খান বড় লিটন, হেলাল উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ নূরে আলম, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক রুহুল আমীন, সাধারণ সম্পাদক সাংবাদিক আওয়াল সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় ইসলামপুর উপজেলার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।