ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমাছ হোসেন আওয়াল: সারা বাংলাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে ভরে তোলে।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুব অঙ্গসংগঠন। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার সাথে সাথে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম যিনি পরবর্তীতে সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন।
রবিবার (২৭অক্টােবর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।

উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল ওয়াহাব মাষ্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা,সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মাহফুদুজ্জামান লুলু, যুগ্ম আহবায়ক ছামিউল হক লাভলু ও হামিদুর রহমান মলিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *