ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে মেয়র পদ প্রার্থী নাজিম হোসেন নোমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ইসলামপুর পৌর শহরের ৫নং ওয়ার্ড ভেংগুড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সহ সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মেয়র পদ প্রার্থী নাজিম হোসেন নোমান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (জাহিদ),উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আ: আজিজ সরকার, সহ সভাপতি মো: হালিম, ট্রাক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বুদে প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি আগামী পৌরসভা নির্বাচনে একজন মেয়র পদ প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী হয়ে আপনাদের সেবা করতে চাই। দল যদি আমাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করে তাহলে আমি ইসলামপুর পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে আপনাদের উপহার দিতে চাই।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রিয়াদ।