কয়রায় বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

ফরহাদ হোসাইন, কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় অবৈধ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে সুজন গাজী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার দক্ষিণ মহারাজপুর বিলের তারিকুল ইসলাম শিলনের ধানক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত সুজন গাজী মহারাজপুর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত সুজন গাজী প্রতিদিনের ন্যায় ঘেরের মাছ ধরা অটন ঝেড়ে যাচ্ছিল ‌। এ সময় পার্শ্ববর্তী তারিকুল ইসলাম শিলনের ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক তারের স্পর্শে তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের ভাই রফিকুল ইসলাম তার মরদেহ দেখতে পায় ।
খবর পেয়ে কয়রা থানা লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *