পটুয়াখালী জেলা প্রতিনিধি:
জমিজমা সংক্রান্ত বিরোধে পুত্রসহ স্থানীয়দের নির্যাতনে প্রাণ হারালেন দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামের বৃদ্ধ নুরুল ইসলাম। রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সালিস বৈঠকে চরম নির্যাতনের পর গুরুতর অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি আবদুল আলিম জানান, নুরুল ইসলামের পুত্র মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য পিতার কাছে জমি চেয়ে আসছিলেন। জমি না পেয়ে তিনি স্থানীয় সালিসদারদের কাছে অভিযোগ করেন। রোববার সকালে স্থানীয় ইউপি মেম্বার মো. সোহাগ, রহিম বেপারী, কাইয়ুম গাজী, এবং ইয়াকুব আলী গাজী সালিসে বসে জমি দেওয়ার জন্য নুরুল ইসলামকে চাপ দেন। কিন্তু নুরুল ইসলাম রাজি না হওয়ায় সালিসকারীরা মিলে তাকে চড়থাপ্পর মেরে পাশের খালে পানিতে চুবিয়ে রাখেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি আবদুল আলিম।