সৈয়দ এনামুর রকিব:
কয়েক দশক আগেও উত্তরের একমাত্র যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল বাহাদুরাবাদ ফেরিঘাট। এই ফেরিঘাটটি কালের বিবর্তনে আজ হারিয়ে গেছে স্মৃতির আড়ালে।
স্থানীয়দের অভিযোগ, ফেরি চলাচল বন্ধ হওয়ার পর রেল কৃর্তপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে রেলের কোটি টাকার সম্পদ। দখল হচ্ছে রেলের জমি। এদিকে রেলের মূল্যবান সম্পদ সংরক্ষণে নিরাপত্তা দেয়া হচ্ছে বলে দাবী কৃর্তপক্ষের।
অযত্মে-অবহেলায় নষ্ট হচ্ছে রেলের কোটি কোটি টাকার সম্পদ। বছরের পর বছর ধরে পড়ে আছে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে, বাহাদুরাবাদ ফেরিঘাটের প্রায় ৩ কিলোমিটার রেলপথ। দেশের উত্তরের প্রায় আট জেলার মানুষের চলাচলের একমাত্র সহজ পথ হিসাবে ব্যবহার হতো বাহাদুরাবাদ ঘাট রেলপথটি। যমুনার ভাঙনে কয়েকবার ঘাটটি বন্ধ হলেও ২০১৪ সালে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় বাহাদুরাবাদ ফেরিঘাট।
এরপর থেকে দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলার মানুষের নৌকায় যমুনা নদী পাড়ি দিয়ে দেওয়ানগঞ্জ এসে ট্রেনে উঠতে তাদের। রেললাইন মেরামত করে ফেরিঘাট পর্যন্ত ট্রেন চলাচল ও ফেরিঘাট চালুর দাবি স্থানীয়দের।
দেওয়ানগঞ্জ বাজার স্টেশন মাস্টার আব্দুল বাতেন জানান,ফেরি চলাচল ও রেলপথটি চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।
এ ব্যাপারে জামালপুর রেলপথ প্রকৌশলী মো.আবু সাঈদ বলেন,পরিত্যক্ত রেললাইনটি রক্ষায় নিরাপত্তা কর্মী নিয়োজিত আছে, ফেরিঘাট ও রেলপথ চালু হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।