রাঙামাটিতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সহ চার জন আটক

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি 

পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রীতি ও উন্নয়নে স্থানীদের নিরাপত্তা প্রদান এবং জনহিতকর কার্য পরিচালনার অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী।   

শুক্রবার (৮ নভেম্বর ২০২৪) সন্ধ্যা ৬টার দিকে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর ইমরান আল জিহাদ এর নেতৃত্বে একটি পেট্রোল রাবার বাগান আর্মি ক্যাম্প হতে রাউজান এলাকায় গমন করলে   মোঃ ইউসুফ ইসলাম (৩৫) এর নিজ বাড়ি তল্লাশী করে ০১টি দেশীয় অস্ত্র এবং ০৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়। এসময় আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ স্থানীয় আওয়ামীলীগ নেতা উক্ত অস্ত্রটি তার নিকট রেখে যায়। 

অতঃপর আভিযানিক দল এবং রাউজান থানা পুলিশ এর একটি দল সহ উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আভিযানিক দল কর্তৃক ইউসুফসহ আরো ০৩ জন সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ এবং আসামী মোঃ ইউসুফ ইসলাম (৩৫), মোঃ মনসুর (৫০), মোঃ হেলাল উদ্দিন (৩৮), মোঃ আলাউদ্দিন (৩৯)  কে চট্টগ্রাম  রাউজান থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ রাঙামাটি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী, এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে স্থানীয় জনমনে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে। 

অবৈধ অস্ত্র উদ্ধারে স্থানীয় অধিবাসীরা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং একই সাথে সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *