রাঙামাটি জেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি 

রাঙামাটি  নবগঠিত জেলা পরিষদের অন্তবর্তীকালীন  নবাগত সদস্য সহ আদালতে আওয়ামী পন্থি পিপি,সহকারী পিপি,অতিরিক্ত পিপি নিয়োগ  কমিটিতে ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী ও ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারর দোসর নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে রাঙামাটি জেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান  কর্মসূচী পালন করছে রাঙামাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

রবিবার সকাল ১১টার দিকে রাঙামাটি জেলা পরিষদ গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান  কর্মসূচী পালন করেন তারা।  এসময় শিক্ষার্থীরা বলেন,  বিগত স্বৈরাচার সরকার দোসরদের দিয়ে রাঙামাটি জেলা পরিষদ গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার পথনের করা হয়েছে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক শিক্ষার্থী মৃত্যু বরণ করেছে।  ঐসময় যারা স্বৈরাচার সরকারের দালালী করছে তাদের কে দিয়ে জেলা পরিষদ গঠন কোনো ভাবে মেনে নেওয়া যায় না।  এতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বলেন, পরিষদের নেতৃবৃন্দরা  যদি দ্রুত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে আলোচনায় না বসেন তাহলে কঠোর আন্দোলনে ঘোষণা দেবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *