পাহাড়ের বনসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করেই জীবিকা নির্বাহ করতে হবে-সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

 পাহাড়ের বনসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করেই জীবিকা নির্বাহ করতে হবে। এতে পাহাড়ের প্রকৃতি যেমন বাঁচবে তেমনি অর্থনৈতিক যাত্রাও সমৃদ্ধতা পাবে। বলেছেন, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যান  ওয়াদুদ ভূঁইয়া ।

শনিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে

খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লিঃ বার্ষিক সাধারণ সভায় খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লিমিটেড’র সভাপতি অনিমেষ খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, জীবন জীবিকার জন্য পাহাড় ধ্বংস করা যাবেন। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণের আশ্বাস দেন ওয়াদুদ ভূঁইয়া ।

এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি-প্রবীণ চন্দ্ৰ চাকমা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন

আবছার,যুগ্ম-সম্পাদক এড: মালেক মিন্টু,মোশারফ হোসেন,যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা,জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী,জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক-জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *