খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে চার দিনব্যাপী রাস উৎসব পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে রাস উৎসব পরিদর্শন করেন তিনি। খাগড়াছড়ি লক্ষ্মী নারায়ণ মন্দিরের রাস উৎসবকে ঘিরে মন্দিরে পূর্ণার্থীদের উপচেপড়া ভীড় আর লোকেলোকারণ্য ছিল উৎসব প্রাঙ্গণ। হরিনাম কীর্তন, ঢাক-ঢোল ,বাদ্য, উলুধ্বনি আর পূজার নৈবেদ্যতে চলছে রাসপূজা, বসেছে মেলাও বাহারি পণ্যের মেলা।
পরিদর্শনকালে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া দর্শনার্থী ও হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের শুভেচ্ছা জানান। পরিদর্শন শেষে শ্রী শ্রী লক্ষী-নারায়ন মন্দির পরিচালনা কমিটি’র পক্ষ থেকে সম্মাননা স্বারক হিসেবে ক্রেস প্রদান করেন।
সরেজজমিনে দেখা যায়,রাস উৎসব উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী-নারায়ণ মন্দিরের আশপাশের এলাকায় মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা নানান ধরনের জিনিসপত্র নিয়ে এসেছেন। ক্রেতাদেরও প্রচুর হিড়িক।
পরিদর্শনকালে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেনসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।