সকল ধর্মীয় আচার অনুষ্ঠানকে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে উদযাপন করতে হবে- ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সার্বজনীন রাস মহোৎসব উদযাপনকে ঘিরে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় আয়োজিত ষোড়শ প্রহরব্যাপী রাস মহোৎসবে ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপের সুগন্ধ এবং পূজার নৈবেদ্যে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণের যুগে যুগে আবির্ভাব হওয়া বিভিন্ন লীলার প্রদর্শনী ভক্তদের মুগ্ধ করেছে। মেলার মাধ্যমে ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবটি নতুন মাত্রা পেয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে আয়োজিত রাস পূজা উৎসব পরিদর্শন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

পরিদর্শনকালে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, “সকল ধর্মীয় আচার অনুষ্ঠানকে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে উদযাপন করতে হবে। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং সম্প্রীতি বজায় থাকে, সে জন্য সেনাবাহিনী সর্বদা পাশে রয়েছে। এ সময় রাস উৎসব উদযাপন কমিটি’র মাঝে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার(জিটুআই) মেজর জাবির সোবহান মিয়াদ, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব এবং রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র দেবনাথসহ আরও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জানা যায়,হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাস মেলা রবিবার ভোরে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে মহানামযজ্ঞের মাধ্যমে সমাপ্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *