ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের নবগঠিত শিক্ষক পরিষদের অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে ইসলামপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষক মিলনায়তনে এ অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইসলামপুর সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহম্মদ আলীর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মছলিম উদ্দীন আকন্দ, সাবেক অধ্যক্ষ মোহা. সুলতান সালাউদ্দিন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো: জোবায়েদুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোরাদুজ্জামান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ নূরেআলম মনির, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আহসান হাবিব রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, প্রভাষক মিনাক্ষী প্রসাদ সাহা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবগঠিত শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ প্রভাষক মোনজুরুল হাসান, আপ্যায়ন সম্পাদক মঞ্জুরুল হক, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফখরুল হাসান, সদস্য মাহমুদা সুলতানা,সুলতান আহমেদ, মোহাম্মদ জাকির ইমতিয়াজ, গোলাম মোস্তফা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান কামরুন নাহার, উদ্ভিদ বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম, অর্থনীতি বিভাগের প্রধান দিলশাদ নাসরীন, দর্শন বিভাগের প্রধান কানিজ জাহান, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান আহছান উল্লাহ, প্রাণিবিদ্যা বিভাগের প্রধান রেবেকা সুলতানা, গণিত বিভাগের প্রধান মোসলেম উদ্দীন খানসহ সকল শিক্ষক কর্মচারীরা।