সুমন ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নে যুবলীগ নেতা সেতু হকের মিল চাতালে গড়ে তোলা পলিথিন কারখানায় ভ্রাম্মমান অভিযান চালিয়ে বিপুল পরিমান পলিথিন জব্দ,জরিমানা, কারখানার বিদ্যুাত সংযোগ বিচ্ছিন ও সিলগালা করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) গভির রাত পর্যন্ত সালান্দর ইউনিয়নের ভূতপাড়া নামক জায়গায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ,সেনাবাহিনী,পরিবেশ অধিদপ্তর ও পুলিশ।
এসময় বিপুল পরিমান পলিথিন ও পলিথিন তৈরির কাচামাল জব্দ করেছে নির্বাহি ম্যাজিস্টেট।
পলিথিন কারখানার শ্রমিক ও মিল মালিক সেতুর সহধর্মিণী জানান, দীর্ঘ ৩ বছর ধরে যায়গা ভাড়া নিয়ে পলিথিন কারখানা চালাচ্ছেন আব্দুল আজিজ নামে একজন।
দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করেন প্রশাসন, এসময় মিল মালিক সেতু ও পলিথিন কারখানার মালিক আব্দুল আজিজ পলাতক ছিলেন বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান পরিচালনা শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো: খাইরুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা সালান্দরের এই পলিথিন কারখানায় এসে দেখলাম বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভিতরে পলিথিন উৎপাদন করতেছে,সরকারের নির্দেশনায় এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসসক স্যারের নির্দেশনায় আমরা এ অভিযানে আসছি। আমাদের সাথে পরিবেশ অধিদপ্তর,সেনাবাহিনী,পুলিশ রয়েছে।
অভিযানে আমরা প্রায় দুই টন পলিথিন ও পলিথিনের যে কাচামাল সেটা জব্দ করেছি ,কারখানাটি সিলগালা করা হয়েছে ।যেহেতু মালিককে পাওয়া যায়নি আমরা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যাবস্থা নিব,উপস্থিত যাদের পেয়েছি তাদেরকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ-দন্দ প্রদান করেছি ।
সরকারি নির্দেশনা অনুযায়ি পরিবেশ দূষনকারি এ পলিথিনি উৎপাদন,পরিবহন,সরবরাহ ,মজুদ ও বিক্রয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো:তামিম হাসান,ছাত্র প্রতিনিধি হাবিবুল্লাহ সোহান ,আব্দুস সালাম,সেনাবাহিনী ও পুলিশ।