সাফ ফুটবল বিজয়ী পাহাড়ের তিন কন্যা রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমার সংবর্ধনা প্রদান

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি

উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে রাঙ্গামাটিতে জাঁকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা দিল পাহাড়ের সর্বোস্থরের মানুষ ।

রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে  শনিবার  রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে তিন কৃতী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়। 

কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাদের নিয়ে মোটর শোভাযাত্রা যোগে রাঙ্গামাটি  শহর প্রদক্ষিন করে  মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয় । 

তিন কৃতী ফুটবলারকে রাঙ্গামাটি জেলা প্রশাসন,  রাঙ্গামাটি  সেনা রিজিয়ন পার্বত্য  জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  একলক্ষ টাকা করে ও রাঙ্গামাটি পৌরসভা  ৫০ হাজার টাকার চেক প্রদান করে । রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ অন্যন্যরা সন্মানার চেক তুলে দেন।  

পরে রাঙ্গামাটির  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ জেলা সর্বোস্থরের সাধারণ মানুষের  পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয় । এ ছাড়াও  ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়। । 

৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনাল ম্যাচে দেশের হয়ে আলো ছড়ান পাহাড়ের বীর তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *