খাগড়াছড়িতে এনসিটিএফ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে ইয়েস বাংলাদেশ ও জাতীয় পর্যায়ের শিশুদের দ্বারা পরিচালিত শিশু সংগঠন “ন্যাশনাল চিলড্রেন টাক্সর্ফোস (এনসিটিএফ) ‘র উদ্যোগে বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি’র সম্মেলন কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত। এ সভায় জেলা এনসিটিএফ’র সভাপতি নূর ইসরাত জাহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী,জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,জেলা এনসিটিএফ’র সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া,জেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক হৃদয় ত্রিপুরাসহ আরও অনেকে।

বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। সংগঠনের বিভিন্ন  কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এনসিটিএফ এর সকল পর্যায়ের কমিটিকে সচল ও গতিশীল করা এবং জবাবদিহীতা নিশ্চিতকরণের গুরুত্ব বহন করে। কমিটিতে অন্তর্ভূক্ত সকল সদস্য একত্রিত করা, মতবিনিময় করতে পারে এবং একে অন্যকে চিনতে এবং

জানতে পারে। কার্যক্রমের গতি বাড়ানোর দিকে জোর তাগিদ দেয়া হয়।এজিএম বিগত বছরের কার্যক্রম নিয়ে আলোচনা-পর্যালোচনা,এনসিটিএফ বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী কোন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং যেগুলো হয়নি তা চিহ্নিত করে এবং গ্রুপ ভিত্তিক আলোচনা করে পরবর্তী বছরের নতুন পরিকল্পনা,বিগত বছরের কার্যক্রম বাস্তবায়নে এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির জবাবদিহীতা নিশ্চিতের জন্য এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *