নড়াইলের লোহাগড়ায় ট্রলি থেকে ছিটকে পড়ে নিহত-১

মোঃ আরিফ শরীফ, লোহাগড়া উপজেলা প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় ট্রলি থেকে পড়ে দেয়ালে ধাক্কা লেগে রিয়াজুল গাজী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে যশোর নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধায় লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা কাজী অফিসের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল গাজী লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পূর্বপাড়া গ্রামের তপন গাজীর ছেলে।পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধায় রিয়াজুল গাজী ট্রলিযোগে ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর থেকে ইতনা বাজারের দিকে আসছিলো। প্রতিমধ্যে ইতনা কাজী অফিস এলাকার মোড়ে পৌঁছালে দ্রুতগতিতে থাকা ট্রলিটি চালক ব্রেক করলে রিয়াজুল ছিটকে পড়ে যায়। এতে রাস্তার পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়ার পথে অভনগর এলাকায় পৌঁছালে রাত ১১ টার দিকে সে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *