খাগড়াছড়িতে ধর্মের ভাই বলে পর্যটক কে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার-১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির  দীঘিনালা উপজেলায় ‘ধর্মের ভাই’ সম্বোধন করে কৌশলে এক ব্যক্তিকে অপহরণ করেছে একটি চক্র। জেলার দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (কাদের টিলা) এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ।

শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে দীঘিনালা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নেত্রকোনার বারহাট্টা থানার উজানগাঁও গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার বিকালে তার স্বজন মোঃ ফারুকের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে দীঘিনালায় আসে।

এ সময় ফারুকের মোবাইল বন্ধ পাওয়ায় কয়েকজনের কাছে ফারুকের ঠিকানা জানতে চায়। এ সময় শহিদুল হোসেন (৪০) নামে একজনের সাথের তার পরিচয় হয় এবং সে মিজানুর রহমানকে তাৎক্ষণিক “ধর্মের ভাই” বলে কৌশলে তার বাসায় নিয়ে যায়। এরপর রাতের খাবার শেষে মিজানুর ঘুমিয়ে পরে। সকাল ৭ টায় ঘুম ভাঙার মিজানুর চলে যেতে চাইলে শহিদুলসহ আরো ৫ জন মিলে মারধর করে। অপহৃতের পরিবারের সাথে যোগাযোগ করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।

দীঘিনালা থানার ওসি মো জাকারিয়া বলেন, অপহৃত মিজানুরের পরিবার আমাদের সাথে যোগাযোগ করার পর মোবাইল নাম্বারের লোকেশন শনাক্ত করে অভিযান চালিয়ে শুক্রবার বিকালে উপজেলার বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (কাদের টিলা) এলাকায় ভিকটিমকে উদ্ধার করি। এ সময় মোঃ রফিক (৩০)-কে ঘটনাস্থল আটক করা হয়,পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ পক্রিয়াধীন চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *