খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি শহরস্থ পৌর টাউন হলের মিলায়তনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পুলিশ সুপারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সম্প্রীতি সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম’র সঞ্চালনায় স্বাগত বক্তব্যে পুলিশ সুপার মো. আরেফিন জুযেল বলেন,জুলাই আগস্টের বিপ্লবে শহীদদের স্মরণ করে এ সম্প্রীতি সমাবেশের উদ্দেশ্য তুলে ধরেন। পরে উন্মুক্ত আলোচনায় পাহাড়ের নানা সমস্যা,পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সংঘাত-সংঘর্ষ বন্ধ, পাহাড়ি বাঙালির মাঝে সম্প্রীতি বজায় রাখা, জোরদার, নিরাপত্তায় প্রশাসনের ভূমিকাসহ এধরনের সমাবেশের উপর গুরুত্ব বহন করে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন,সকলের প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান। অন্যান্য সম্প্রদায়ের বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরও বলেন, মাত্রাতিরিক্ত আনুগত্য এবং নির্দিষ্ট পুলিশের অন্যায় কাজের কারণে পুলিশ জনগণর প্রত্যাশা পূরণ করতে পারে নি। এছাড়া যে সকল পুলিশ সদস্য অন্যায় কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের লোকজন সম-অধিকার নিয়ে বেঁচে থাকবে। যারা বিবেধ সৃষ্টি করতে চেষ্টা করবে তাদের এড়িয়ে চলতে হবে। গুজবে কান না দিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করতে হবে। পাহাড়ি বাঙ্গালী নয়; হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান নয়; বরং সকলেই

বাংলাদেশী এই মনোভাব নিয়ে বসবাস করার অনুরোধ জানান। পাশাপাশি কমিউনিটি পুলিশি অব্যাহত রাখতে কাজ চলমান থাকবে বলেও আশ্বাস দেন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে পর্যটক খাতের মানোন্নয়নে নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। পরিশেষে সামাজিক,ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *