ইসলামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যন নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা প্রকৌশলী আমিনুর হক, ইসলামপুর থানার (ওসি তদন্ত) মনিরুল করিম, বীরম মুক্তিযোদ্ধা আঃ বাছেদ, সমাজ সেবা কর্মকর্তা রহুল আমীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল হানাদার বাহিনী। ঘাতকদের হাতে শহীদ দেশের সেইসব সূর্য সন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *