ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান তার সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামপুর পৌর শহরের রেলওয়ে স্টেশন, থানা মোড়, দেনুয়ার মোড় ও রেলগেইট নামক এলাকায় গণসংযোগ করেন। নাজিমে হোসেন নোমান মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রতিদিন পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করে যাচ্ছেন।
এ সময় নাজিম হোসেন নোমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি আমাকে মেয়র পদে মনোয়ন প্রদান করেন আমি বিশ্বাস করি পৌ্রবাসী আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
জানাযায়, জামালপুর জেলার ৩০ কি:মি: উত্তরে ব্রক্ষ্মপুত্র নদ ও পশ্চিমে যমুনা নদীর মধ্যবর্তী স্থানে আবহমানকালের বাংলাদেশের ঐতিহ্যবাহী সুবিখ্যাত কাঁসা শিল্প অধ্যূসিত এলাকায় ইসলামপুর পৌরসভা অবস্থিত। ১৯৯৮ইং সালে পৌরসভা স্থাপিত হয়েছে। পৌরসভার আয়তন ১৪.৭১ বর্গকি:মি:। ১২.০৪.১৯৯৯ তারিখে ১ম নির্বাচন, ০৭.১০.২০০৪ তারিখে ২য় নির্বাচন এবং ১৭.০১.২০১১ তারিখে ৩য় নির্বাচন অনুষ্ঠিত হয়।