ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে নেকজাহান সুপার নাইট টি ১০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন করা হয়েছে। স্পোর্টস নেক্সাস বিডির আয়োজনে বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সরকারি নেকজাহান পাইলট মডেল হাইস্কুল মাঠে এ টি-টেন নাইট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
সরকারি নেকজাহান পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক এস.এম.রিয়াজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,আবির আহমেদ বিপুল, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে কান্দারচর ক্রিকেট একাদশ ও মেইল বন ক্রিকেট ক্লাবসহ ৪টি দল অংশ গ্রহন করে। টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করবে বলে জানাগেছে।
ক্রিকেট প্রেমিরা বলেন,
জামালপুরে এই প্রথম ইসলামপুরে স্পোর্টস নেক্সাস বিডির আয়োজনে নেকজাহান সুপার লীগ নাইট টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ধন্যবাদ জানাই
আয়োজকদের এত সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য।