ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি:
“নিঃস্বার্থে সেবা করি, দারিদ্র মুক্ত সমাজ গড়ি” এ প্রতিবাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে লক্ষীপুর মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষীপুর মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। লক্ষীপুর মানব কল্যাণ যুব সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ছামিউল হক লাভলু।
এ সময় অন্যান্যদের মধ্যে চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রসুল মাহমুদ, ছাত্রদলের সভাপতি ইউসুফসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন।