রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
জামালপুরের মেলান্দহে উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু চাঁদার টাকা না পেয়ে জামায়াত নেতার ইটভাটায় হামলা,ভাঙচুর ও নগদ টাকা লুট করার অভিযোগ করেছেন জামায়াত নেতা।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বুরুঙ্গা গাংপাড় এলাকায় অবস্থিত এবিবি ব্রিকস নামক ইটভাটায় ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্তরা এ হামলা করে।
এ সময় দুর্বৃত্তরা ভাটায় থাকা নগদ ৫ লাখ ২০ হাজার টাকা লুট করাসহ ব্যাপক তাণ্ডব চালায়। ইটভাটায় থাকা অফিস,বেকু,কিলিং মেশিন ঘর,ইট ভাটার চুলা,বিদ্যুৎ লাইন ব্যাপক ভাংচুর চালায়।
এই ঘটনায় শুক্রবার (১০জানুয়ারি) দুপুরে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করে ইটভাটা কর্তৃপক্ষ।
ইটভাটার মালিক জেলা জামায়াত নেতা অধ্যাপক হারুন অর রশিদ অভিযোগ করেন, উপজেলা যুব দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু ও ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক নবীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয় তারা ইট ভাটার সামনে সড়কে বাঁশ ও ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে ভাটার কর্মচারীরা বাঁশ ও ইট সরিয়ে ভাটার কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করলে রাতে যুবদল নেতা মনুর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী রাম দা,কিরিচ,লোহার রড় সহ ইট ভাটায় ব্যাপক হামলা চালায়। এছাড়াও ড্রয়ারে কয়লা ক্রয়ের জন্য রাখা ৫ লাখ ২০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যায় । ভাংচুর ও লুটপাট শেষে যুবদল নেতা মনু এবং নবীন, জিয়া,মুনসুর দাবিকৃত চাঁদার পুরো টাকা না পেলে ফের হামলার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ করেন এই ভুক্তভোগী জামায়াত নেতা ।
এ ব্যাপারে মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনুর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, ইট ভাটায় হামলা ও ভাংচুরের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।