ইসলামপুরে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র পরিদর্শন

রোকনুজ্জামান সবুজ জামালপুর: জামালপুরের ইসলামপুরে ২০২৫ সালের ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্র পরিদর্শন করা হয়।
বুধবার(১৫জানুয়ারি) সকালে পৌর শহরের মৌজাজ্জাল্লা ফকির বাড়ি ওয়াক্ত জামে মসজিদ কেন্দ্র পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম ও সাধারণ কেয়ার টেকার মোঃ আলতাফুর রহমান, সাংবাদিক হোসেন শাহ ফকির, প্রতিষ্ঠানে শিক্ষিকা তানিয়া আক্তারসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।

ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন ২০২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ চলমান। পহেলা জানুয়ারি থেকে উপজেলা ও পৌরশহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন চলমান রয়েছে।

তিনি আরো বলেন,উপজেলায় মোট কেন্দ্র সংখ্যা ৩০৭টি এর মধ্যে প্রাক-প্রাথমিক কেন্দ্র ১৭৮টি, সহজ কুরআন শিক্ষা ১২৬টি ও বয়স্ক কেন্দ্র সংখ্যা ৩টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *