ইসলামপুরে সাপধরী ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার(১৫জানুয়ারি) সকালে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএইড এর অর্থায়নে ও ব্র্যাকের সহায়তায় এবং ডাসকোর উদ্যম প্রকল্পের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। 

যমুনা নদীর ভাঙ্গন এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল জলবায়ুর বিরুপ প্রতিক্রিয়ায় বিপর্যস্ত যমুনার দূর্গম চরাঞ্চল ইসলামপুরের সাপধরী ইউনিয়নের সবক’টি গ্রাম। নদী ভাঙ্গন,বন্যা,খড়া,বজ্রপাত ও শৈত্য প্রবাহ সমূহের কবল থেকে বসতভিটা,ফসলি জমি ও প্রাণী সম্পদ সমূহের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে আলোচনা হয়।  পরে নানা দূর্যোগ থেকে রক্ষাকল্পে কর্মপরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়নের লক্ষমাত্রা নির্ধারন করা হয়। 

ডাসকোর উদ্যম প্রকল্পের এ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যাান সুরুজ্জামান মন্ডল, প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সেক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ইসলামীক রিলিফ বাংলাদেশ এর সহকারী প্রজেক্ট অফিসার একরামুল হক, ডাসকোর উদ্যম প্রকল্পের প্রজেক্ট অফিসার আব্দুল লতিফ, সাপধরী বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা শাহজাহান আলী মন্ডল, ইউপি সদস্য আবুল কাশেম মোল্লা,আবুল কাশেম মন্ডল,আব্দুর রশিদ, আমিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *