চোরাই গরুর মাংস ভূড়িভোজ খবরে রাজনীতি থেকে বহিস্কার কর্মস্থল থেকে মুক্তার বদলী

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ 

চোরাই গরুর মাংস দিয়ে ভূড়িভোজ করানোর খবরে রাজনীতি থেকে বহিষ্কারের পর এবার কর্মস্থল থেকে বদলী হলেন মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা। তাকে শেরপুর থেকে সোজা পিরোজপুরে বদলী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বৃহস্পতিবার, গ্রামীণ ব্যাংক ভেলুয়া শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে পিরোজপুর জেলার পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে বদলী করা হয়েছে।

গত শনিবার, গ্রামীণ ব্যাংক ভেলুয়া শাখার অতিরিক্ত ব্যবস্থাপক,প্রোগ্রাম অফিসার,নাছির উদ্দীন জানান, স্থানীয় বিএনপির পদ পদবীকে কেন্দ্র করে চোরাই গরুর মাংস দিয়ে ভূড়িভোজ করানোর ঘটনায় মামলা ও বিভিন্ন মিডিয়ায় সে সংক্রান্ত প্রকাশিত খবর দেশবাসীর ন্যায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের নজরেও এসেছে। 

ফলে,জনমনে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই,তাকে এ বদলীর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে তিনি পিরোজপুর জোনের পাথরঘাটা শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন। সহকর্মী ও অধীনস্ত কর্মচারীদের কাছে একজন ভালো মানুষ হিসেবে মুক্তার সুনাম থাকলেও বদনাম রয়েছে অফিসের বাইরে। সে তার এলাকার মোঃ মোখলেছুর রহমানের ছেলে ফিরোজকে গ্রামীণ ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ৩ বছর আগে ২ লাখ টাকা নিয়েছে। এতোদিনেও তার চাকরি বা টাকা কোনোটাই ফিরে পায়নি ফিরোজ। 

এছাড়া মুক্তা চৌধুরী তার গ্রামের বাড়ি পাটাদহে বহুমুখী কল্যাণ সমিতির নামে একটি সমিতি করে বেশকিছু লোকের সঞ্চিত অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এব্যাপারে মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন,আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *