ইসলামপুরে বিএনপির শীত বস্ত্র বিতরণ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এস.এম.এ আর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম।

বিএনপি নেতা আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার।
সাখাওয়াত হোসেন সুজনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক হেলাল উদ্দীন সাদ্দাম, সাবেক দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা, বাবুল সরদার, মনিরুল করিম, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী ও ছাত্রনেতা শিশির প্রধান প্রমুখ। পরে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *