ইসলামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ এঁর মৃত্যু

প্রয়াত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ-প্রয়াত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ-শেষের ডাক :
প্রয়াত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ। ছবি: শেষের ডাক

শেষের ডাক, ডেক্স রিপোর্ট: ইসলামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর এ অকাল মৃত্যুতে ইসলামপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদসহ সমগ্র শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত।

অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৯৩ সালে ইসলামপুর সরকারি কলেজে প্রভাষক পদে শিক্ষকতা শুরু করেন। তিনি নিজ এলাকার সাধারণ ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ইসলামপুর উপজেলাকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলেন।

ফরিদ উদ্দিন আহমেদের ব্যক্তিত্ব এবং মানবিক গুণাবলি শিক্ষক, ছাত্রছাত্রী ও সহকর্মীদের মনে এক অনন্য স্থান দখল করে আছে।

অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ ছিলেন একজন কর্মনিষ্ঠ এবং মেধাবী শিক্ষাবিদ, যিনি তাঁর অসাধারণ নেতৃত্বগুণ ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুকালে তিনি রত্নগর্ভা মা, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, এক ভাই ও চার বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা নামাজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *