ইসলামপুরে অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ এঁর জানাযা সম্পন্ন

জানাযায় হাজারো মানুষের ঢল-ছবি: শেষের ডাক

শেষের ডাক ডেক্স রিপোর্ট: জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন আহমেদ এঁর জানাজা নামায সম্পন্ন হয়েছে।
প্রথম জানাযা নামায তার শশুরবাড়ী রংপুরের পীরগঞ্জ ও দ্বিতীয় জানাযা নামায শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এতে দল-মত নির্বিশেষে হাজারো মানুষ জানাযায় অংশ গ্রহণ করেন।

জানাজা পূর্ব মরহুমের স্মৃতিচারণ করেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক কেবিনেট সচিব এএস এম আব্দুল হালিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাবেক পৌর মেয়র জিয়াউর হক জিয়া, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার, উপজেলা নায়েব আমির আমজাদ হোসেন, ইসলামপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মছলিম উদ্দীন আকন্দ, প্রভাষক আক্তারুজ্জামান, শিক্ষক পষিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরেআলম মনির, সাবেক সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব রাজা প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ পুত্র, ১কন্যা, এক ভাই, চার বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৯৩ সালে ইসলামপুর সরকারি কলেজে প্রভাষক পদে শিক্ষকতা শুরু করেন। তিনি নিজ এলাকার সাধারণ ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ইসলামপুর উপজেলাকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলেন।
অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ ছিলেন একজন কর্মনিষ্ঠ এবং মেধাবী শিক্ষাবিদ, যিনি তাঁর অসাধারণ নেতৃত্বগুণ ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *