খাগড়াছড়িতে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাস” বিষয়ক শীর্ষক আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্লোগান ছিল “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”।

সোমবার(২৭জানুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে এ “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলোন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “তরুণরাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। দেশ তথা পৃথিবী বদলাতে তরুণদের আরও উদ্যোমী হতে হবে। নিজেদেরকে শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।” অন্যান্য বক্তারা বলেন বাংলাদেশের ইতিহাসে প্রতিটি আন্দোলন সংগ্রাম তরুণদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। তারুণ্য নির্ভর উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে তরুণরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন। শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা এনএসআই এর যুগ্ম-পরিচালক নাছির মাহমুদ গাজী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইয়াছিন ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।

এছাড়াও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *