
ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে সুষম খাদ্য গ্রহণ ও নির্বাচনের লক্ষ্যে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন ও বসতবাড়িতে পুষ্টি বাগান স্থাপনের লক্ষে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮জানুয়ারি) দুরমুট ইউনিয়নের সাহেববাড়ি ঈদগাহ মাঠে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের আওতায় উৎপাদক দলের সদস্য, কিশোরী ক্লাবের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ দুই শতাধিক নারী-পুরুষদের নিয়ে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন ও বসতবাড়িতে পুষ্টি বাগানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা কো-অডিনেটর বিজন কুমার দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তাসনীম জাহান.উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মোহাম্মদ রফিকুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, দুরমুট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু, প্যানেল চেয়ারম্যান মোঃ বিলাস সরকারসহ আরো অনেকে।
