খাগড়াছড়ি রাঙ্গামাটির বিভিন্ন সড়ক ফোর লেইনে উন্নিত করা হবে: উপদেষ্টা সু প্রদীপ চাকমা

মো. সোহরাওয়ার্দী সাব্বির: রাঙ্গামাটি রামগড় খাগড়াছড়ি খাগড়াছড়ি মানিকছড়ি ও রাঙ্গামাটির মানিকছড়ি বেতবুনিয়া সড়ক ফোর লেইনে উন্নিত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সু প্রদীপ চাকমা।

তিনি আজ রাঙ্গামাটিতে রাঙ্গপানী হ্যাচারি এলাকায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে ডিস্ট্রিক্ট কাউন্সিল রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তি প্রস্তুত স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

পার্বত্য উপদেষ্টা বলেন, যোগাযোগ এদেশের অন্যতম মাধ্যম। রাঙ্গামাটি-খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সহজ করতে নানিয়ারচর -লংগদুর সড়ক নির্মান কাজও দ্রুত শেষ হবে । এর আগে পার্বত্য উপদেষ্টা রাঙাপনীর হ্যাচারী এলাকার বোটানিক্যাল গার্ডেনের ৩৩ একর হাজার জায়গার উপর ৩ কোটি টাকা ব্যয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল রেসিডেন্সিয়াল কলেজের একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ আতিউর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন ।

রাঙ্গামাটির বিনোদন কেন্দ্রের জায়গায় কলেজ নির্মান প্রসঙ্গে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন শহরে বিনোদনের অনেক জায়গা আছে। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এ কলেজ নির্মান করা হচ্ছে। আবাসিক এ কলেজে বাংলা বিষয় ছাড়া অন্য সব বিষয় ইংলিশ কারিকুলামে পড়ানো হবে। পার্বত্য উপদেষ্টা বলেন পার্বত্য এলাকায় লোকজন আর বাড়বেনা। সবাই দুই সন্তান নিয়ে আছে । তিন সন্তান কেই নিবে না। এ সন্তানদের শিক্ষার জন্য ছেলে মেয়েদের আলাদা মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেন। উল্লেখ্য ২০০৮ সালে রাঙ্গামাটি শহরের রাঙ্গপানী হ্যাচারি এলাকায় ৩৩ একর জায়গার উপর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানা গড়ে তোলে । প্রথম দিকে জেলা পরিষদের ব্যবস্থাপনায় বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানাটি স্থানয়ি ও পর্যটকদের কাছে আকর্ষনীয় হয়ে উঠলেও ধীরে ধীরে অযত্ন অবহেলার কারনে পরিত্যক্ত হয়ে পড়ে । এক পর্যায়ে বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানাটি বন্ধ ঘোষনা করে দর্শনাথীদের প্রবেশে নিসেধাজ্ঞা দেয়া হয়।

৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন অর্ন্তবর্তীকালীন জেলা পরিষদ গঠিত হলে বর্তমান পরিষদ বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিড়িয়াখানাটির পরিবর্তে রেসিডেন্সিয়াল কলেজ নির্মানে সিদ্ধান্ত নেন। এরই মধ্যে বন বিভাগ মিনি চিড়িয়াখানাটি থেকে বেশ কিছু বন্য প্রাণী অনত্র সড়িয়ে নেয়। ফলে রাঙ্গামাটির রাঙাপানীর বোটানিক্যাল গার্ডেন বিনোদন কেন্দ্রটি এখন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *