
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ৪দিনব্যাপি “পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট” শুরু হয়েছে।
সোমবার(১৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে “পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।
উদ্বোধনকালে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে, কর্মস্পৃহা বাড়ায় ও পারস্পরিক সম্পর্ক উন্নত করে।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে ভ্রাতৃত্ব বোধকে আরো দৃঢ় করে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপি ক্রিকেট টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে মোট ৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি ১৭ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২০ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
উদ্বোধনী খেলায় প্রথম ম্যাচে পুলিশ লাইন রেগুলার একাদশ ও পুরাতন পুলিশ লাইন্স একাদশ অংশ গ্রহণ করেন। পুলিশ লাইন রেগুলার একাদশকে ৫উইকেটে পরাজিত সেমিফাইনালে এক পা দিয়ে রাখেন পুরাতন পুলিশ লাইন্স একাদশ।
অপরদিকে দ্বিতীয় ম্যাচে পুলিশ লাইন খেলোয়ার একাদশকে ৪উইকেটে পরাজিত করে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছেন রিজার্ভ অফিস একাদশ।
এ সময় উপস্থিত ছিলেন তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), খাগড়াছড়ি পার্বত্য জেলা; সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) অমিত কুমার দাশ,সহকারী পুলিশ সুপার(এসএএফ) সৈয়দ মুমিদ রায়হানসহ খাগড়াছড়ি জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
