
মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটি: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও রমজানের আগমনের বার্তা পৌঁছে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বাদে আসর শহরের ফিসারীঘাট মসজিদ থেকে শুরু করে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বনরুপা শেষ হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি আলহাজ্ব জসিম উদ্দীন।
এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য ইমাম হোসেন কুতুবী, এসময় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব,রমজানের পবিত্রতা রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে সচেষ্ট থাকবে।
