যশোরের শার্শায় রমজানের আগেই নিত্য পণ্যের দাম বৃদ্ধি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা, যশোর, প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে পবিত্র রমজান মাসের আগেই নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছে চরম বিপাকে।

সাধারণ ক্রেতাদের অভিযোগ ভোক্তা অধিদপ্তর বা উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং না করার কারণে পবিত্র রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে তুলছে।

সরজমিনে শনিবার (১ মার্চ) বাগআঁচড়া বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস, মুরগি, মাছ, লেবু, শসা, বেগুন, আলু, ও পাঁকা কলার দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা থেকে ২০ টাকা বেড়ে। বাজারে প্রতি কেজি কাটা ব্রয়লার মুরগি ২৪০ টাকা থেকে ২৬০ টাকা ও সোনালি মুরগি আস্ত ২৯০ টাকা থেকে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া, প্রতি কেজি গরুর মাংস ৭৪০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেশি।

অপরদিকে পাঁকা কলার বাজারের চিত্র ছিল উল্টো, গত সপ্তাহে যে মত্তমান কলার দাম ছিল প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা, সেই কলা শনিবারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, সাগর কলার দাম ছিল ৩০ টাকা, তা এখন আজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। আর তরমুজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি ধরে।

যা সাধারণত পিছে বিক্রি করা হয়। আব্দুল মতিন নামে এক ক্রেতা জানিয়েছেন, কোন দোকানে মূল্য তালিকা নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। মাছ, মাংস ও কাঁচা বাজারে ব্যাপক মূল্য পার্থক্য দেখা যাচ্ছে। কিছু ব্যবসায়ী পণ্যের মজুদ বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে।

অপরিষ্কার পরিবেশে গুড়, পাটালি ও খাবার বিক্রি হচ্ছে, অধিকাংশ মাছ-মাংস ও খাবারের মাছি ভনভন করছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিব হাসান জানান, রমজান মাসকে টার্গেট করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করার সুযোগ নেই, বাজার নিয়ন্ত্রণে আগামীকাল থেকে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *