কয়রা প্রেসক্লাবের ইফতার মাহফিল

ফরহাদ হোসাইন, কয়রা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় কয়রা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) প্রেসক্লাব কার্যাল‌য়ে এ ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। ইফতার মাহ‌ফি‌লে সভাপ‌তিত্ব ক‌রেন কয়রা প্রেসক্লাবের সভাপতি মোঃ সদর উদ্দিন আহ‌মেদ। শু‌ভেচ্ছা বক্তৃতা দেন ক্লা‌বের নির্বাহী সদস্য ও বাংলা‌দেশ মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কয়রা কমা‌ন্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স।

প্রথম আলো কয়রা উপ‌জেলা প্রতি‌নি‌ধি মোঃ ইম‌তিয়াজ উদ্দিন ও এন‌টি‌ভি অনলাইনের প্রতি‌নি‌ধি ত‌রিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তৃতা ক‌রেন উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল ক‌রিম, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, বি‌শিষ্ট সা‌হি‌ত্যিক অধ‌্যাপক (অবসঃ) আ ব ম আব্দুল মা‌লেক, জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক এম এ হাসান প্রমূখ।

বক্তারা বলেন, সাংবাদিক মানে হলো সমাজের দর্পণ। তারা দেশ ও বিদেশে কয়রা উপজেলার তথ্য তুলে ধরেন। আমরা চাই তারা অবহেলিত কয়রাকে এগিয়ে নিতে ভূমিকা রাখুক।

অন্যান্যে ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবাসিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সু‌জিত কুমার বৈদ্য, কালনা আমি‌নিয়া কা‌মিল মাদ্রাসার অধ্যক্ষ ইউনূস আলী, খান সা‌হেব কোমর উদ্দিন ডিগ্রী ক‌লে‌জের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, ক‌পোতাক্ষ মহা‌বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও‌লিউল্লাহ, কয়রা থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম, কয়রা সদর ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম্যান এইচএম শাহাবু‌দ্দিন, কয়রা উপ‌জেলা আইনজী‌বি স‌মি‌তির সভাপ‌তি আকবর হো‌সেন, উপ‌জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস‌তিয়াক আহ‌মেদ, সহকা‌রি শিক্ষা কর্মকর্তা ভূদার চন্দ্র, প্রভাষক আঃ কুদ্দুস, সাইফুল্লাহ ইসলাম, বি‌দেশ রঞ্জন মৃধা, জামায়া‌তের উপ‌জেলা সে‌ক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, উপ‌জেলা ইমাম প‌রিষ‌দের সে‌ক্রেটারী মুফ‌তি শ‌রিফুল আলম, উপকূল ও সুন্দরবন সুরক্ষা বল‌য়ের সি‌নিয়র যুগ্ম আহবায়ক সা‌বেক সেনা কর্মকর্তা শেখ আনোয়ার হো‌সেন, কয়‌রা প্রেসক্লা‌বের সা‌বেক আহবায়ক সমকা‌লের সাংবা‌দিক শেখ হারুণ অর র‌শিদ, সাধারণ সম্পাদক কামাল হো‌সেন, বিএন‌পি নেতা ম‌নিরুজ্জামান, আবু সাঈদ মালী, বিআর‌ডি‌বি’‌র চেয়ারম্যান এফএম ম‌নিরুজ্জান, কয়রা বাজার ক‌মি‌টির সভাপ‌তি সরদার জুল‌ফিক্কার আলম, গণঅ‌ধিকার প‌রিষ‌দের উপ‌জেলা সভাপ‌তি জিএম ইয়া‌সিন আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল‌নের কয়রা উপ‌জেলা শাখার উপ‌দেষ্টা মোশাররফ হো‌সেন রাতুল, ছাত্রদ‌লের আহবায়ক আরিফ বিল্লাহ, ছাত্রশি‌বিরের উপ‌জেলা সে‌ক্রেটারী মাজহারুল ইসলাম প্রমূখ। এছাড়া উপ‌জেলা প্রশাসনের বি‌ভিন্ন কর্মকর্তা, বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষক, এন‌জিও প্রতি‌নি‌ধি, স্বেচ্ছা‌সেবীসহ গণমাধ্যমকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। দোয়া-মোনাজাত প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা ইমাম প‌রিষ‌দের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আশরাফুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *