খাগড়াছড়িতে ৯কেজি গাঁজাসহ গ্রেফতার-৪

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ ৪জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের নারিকেল বাগান শান্তি কাউন্টার এলাকায় অভিযান চালায় খাগড়াছড়ি সদর জোনের একটি নিয়মিত টহল টিম।

এ সময় ৯ কেজি গাঁজা, নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংক একাউন্টের চেকসহ পাচারকারীকে আটক করে সেনাবাহিনীর টহল টিমের সেনা সদস্যরা।

সেনাবাহিনী সূত্রে জানায়, গোপন সংবাদ ভিত্তিতে জানাযায়, একদল গাঁজা পাচারকারী গাঁজাসহ শান্তি পরিবহনে করে ঢাকায় যাবে। পরে সদর জোনের ওয়ারেন্ট অফিসার মো. রেজাউলের নের্তৃত্বে নিয়মিত টহল টিম অভিযান চালিয়ে ৪জন পাচারকারীকে ৯ কেজি গাঁজা ও অনান্য সামগ্রীসহ আটক করে। পরে তাঁদেরকে খাগড়াছড়ি সদর থানায় সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *